
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ঘূর্ণিঝড় ফেনগাল। মৌসম ভবন জানিয়েছে, শনিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যেই তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে চলেছে ফেনগাল। তার প্রভাবে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সমস্ত কিছু ভেসে যেতে চলেছে এই অতি ভারী বৃষ্টিতে এমনই সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেখান থেকে বাঁচতেই নিজেদের গাড়িকে ফ্লাইওভারের তুলে দিচ্ছেন চেন্নাইয়ের ভেলাচেরির বাসিন্দারা, জানা গিয়েছে এমনটাই। যেহেতু সেই এলাকা নিচু তাই নেওয়া হয়েছে এমন অভিনব পদক্ষেপ।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে শনিবার সন্ধ্যা নাগাদ পুদুচেরির কাছে ল্যান্ডফল করবে। এই মুহূর্তে ফেনগাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে সেটি। পুদুচেরি থেকে ১৫০ কিলোমিটার পূর্বে, চেন্নাই থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, নাগাপত্তিনাম থেকে ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। জানা গিয়েছে, প্রতি ঘণ্টায় সাত কিমি বেগে অগ্রসর হচ্ছে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যজুড়ে। ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে প্রতি ঘণ্টায় ৯০ কিমি বেগেও । সেখানকার রিপোর্ট বলছে, ঝড় বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধে পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিছু বিমান বাতিল করার পাশাপাশি বেশ কিছু বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুধু বিমান পরিষেবাই নয়, লোকাল ট্রেন পরিষেবাও কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে রেল সূত্রে খবর।
ঘূর্ণিঝড়টি স্থলভাগের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আবহাওয়া আরও খারাপ হতে চলেছে। শুক্রবার থেকেই বৃষ্টিতে ভাসছে চেন্নাই। বহু জায়গা জলমগ্ন। অনেক জায়গাতেই ব্যাহত যান চলাচল। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী সমুদ্রে দেখা দিয়েছে জোয়ার। আইএমডি জানিয়েছে, ল্যান্ডফলের পরই নিজের শক্তি হারাবে ঘূর্ণিঝড় ফেনগাল। তবে সমুদ্র অশান্ত থাকবে আগামী দু'দিন ধরে। সঙ্গে চলবে অতিভারী বৃষ্টি। এর জেরে মৎস্যজীবীদের উপকূলে থাকতে বলা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে। সমুদ্রে সৈকতে থাকা পর্যটকদের হোটেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও
যুদ্ধের আবহ, ১৯৭১ সালে লড়াইয়ের সময়ে কীভাবে রক্ষা করা হয়েছিল তাজমহলকে?
বিয়েবাড়ির হুল্লোড়ের মাঝে নাবালিকার চিৎকার, কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অত্যাচারের বর্ণনা পরিবারকে, ছুটে এল পুলিশ
সিন্ধু জলচুক্তি বাতিল, কটি বাঁধকে নিয়ন্ত্রণ করবে ভারত
সন্ত্রাসবাদকে শায়েস্তা করতে খোলা হাত, সেনাকে জানিয়ে দিলেন মোদি!
মেনুতে পনির নেই কেন? রাগে বিয়েবাড়িতে বাস ঢুকিয়ে মণ্ডপ ভাঙলেন যুবক, ভয়াবহ পরিণতি ৮ জনের